কবিতাঃ আমার কাছে মা মানে - আহবাব হাসনাত লাবিব



আমার কাছে মা মানে

 - আহবাব হাসনাত লাবিব



আমার কাছে মা মানে অমূল্য রতন,
আমার কাছে মা মানে বিশেষ যতন।
আমার কাছে মা মানে বটবৃক্ষ ছায়া,
আমার কাছে মা মানে শাসনে মায়া।
আমার কাছে মা মানে জীবন ছন্দময়,
আমার কাছে মা মানে পরাজয়ে জয়।
আমার কাছে মা মানে ঘুম পাড়ানো গান,
আমার কাছে মা মানে ভালোবাসার আভিধান।
আমার কাছে মা মানে পাখির মুক্ত আকাশ,
আমার কাছে মা মানে সুখ-ব্যাথার নিঃশ্বাস।
আমার কাছে মা মানে বৃষ্টিভেজা মাটি,
আমার কাছে মা মানে ভালোবাসায় হাঁটি।

Post a Comment

Previous Post Next Post