কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় এক প্রবাসী বাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জয়চ-ীর রামপাশা এলাকার প্রবাসী অনুজ আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন প্রবাসী অনুজের মা রেহানা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, রেহানা বেগম বাড়িতে একা থাকতেন। বাড়িতে কোনো লোক না থাকায় এক কাজের মেয়ে ও এক ছেলেকে বাড়ি দেখাশোনা করার জন্য রাখেন। কাজের ছেলে স্বপন মিয়া বিভিন্ন সময় বাড়ির জিনিসপত্র চুরি ও বাড়িতে মাদক সেবন করত। এ কারণে গত দুইমাস আগে স্বপনকে চাকরি থেকে বের করে দেন রেহানা। এতে ক্ষিপ্ত হয়ে বাড়িতে হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে স্বপন।
রেহানার ছেলে সৌদি প্রবাসী অনুজ আহমদ জানান, আমরা পরিবারপরিজনের জীবন-জীবিকার জন্য প্রবাসের মাঠিতে বসবাস করছি। আমার বয়স্ক মা দেশের বাড়িতে থাকেন। তাঁর উপর হামলার খবরে আমরা ভালো নেই।
তিনি ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে পুলিশের কাছে গ্রেপ্তারের দাবি জানান। এ ব্যাপারে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, রেহানার বেগমের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।