স্টাফ রিপোর্টারঃ তরুণ ক্রিকেটার শেখ মঈন উদ্দিন (২৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টায় মৌলভীবাজার পাসপোর্ট অফিসে ফিঙ্গার দেওয়ার আগমুহুর্তে তার মৃত্যু হয়। নিহত মঈন উদ্দিন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ এলাকার আব্দুস সোবহান এর ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, গত দুইবছর আগে ক্রিকেট খেলা অবস্থায় তরুণ ক্রিকেটার শেখ মঈন উদ্দিন এর হাতের কাঁধে ব্যাথা শুরু হয়। এরপর তার পিঠে ও মাথায় টিউমার ধরা পড়ে। সিলেট ও ঢাকায় তাঁর শরীরে দুইবার টিউমার অপারেশন হয়। কিছুদিন পূর্বে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার ক্যান্সার ধরা পরে। সেখানের চিকিৎসকেরা তাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মঙ্গলবার সকালে পাসপোর্টের জন্য মৌলভীবাজার পাসপোর্ট অফিসে ফিঙ্গার দিতে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
তরুণ ক্রিকেটার মঈন উদ্দিনের জানাযার নামাজ ২০ সেপ্টেম্বর, তার বাড়ির সামনে বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ক্রিকেটার শেখ মঈন উদ্দিন দীর্ঘদিন থেকে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে সুনামের সহিত খেলছিলেন।তাঁর মৃত্যুতে ক্রিকেট অংগনে শোকের ছায়া নেমে এসেছে।