ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা-অধিকার



স্টাফ রিপোর্টারঃ ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীর অনিয়ম ও সেবার মান উন্নয়নে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।



মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলায় কুলাউড়া উপজেলার উছলাপাড়াসহ বিভিন্ন জায়গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন। অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন।

অভিযানে ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ  রিএজেন্ট ও ঔষধ পাওয়া যাওয়া, সেবার মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উছলাপাড়ায় অবস্থিত ইউনি এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করার এবং আইন মেনে স্বাস্থ্য সেবা পরিচালনার লক্ষ্যে অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ১ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

Post a Comment

Previous Post Next Post