রাজনগরে গরুসহ চোর আটক



নিউজ ডেস্কঃ রাজনগর উপজেলার রাজনগর সদর ইউনিয়নের রাজনগর কমিউনিটি সেন্টার এর সামনে থেকে গরু সহ এক চোরকে আটক করেছে স্থানীয়রা।

শুক্রবার ১৬ সেপ্টেম্বর বিকালে উপজেলার রাজনগর কমিউনিটি সেন্টার থেকে তাকে আটক করা হয়। এ সময় গরুর সাথে থাকা তারেক (২৮) নামের এক গরু চোরকে স্থানীয়রা আটক করেন। আটককৃত তারেক কমলগঞ্জ উপজেলার ইসলামাবাদ গ্রামের আব্দুল্লাহর ছেলে।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামাবাদ এলাকা থেকে জু’মার নামাজের সময় তারেক লেগুনাতে তুলে গরুটি নিয়ে আসে। ফেঞ্চুগঞ্জ এনে গাড়ি পরিবর্তন করে পিকআপ ভ্যানে তুলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে রাজনগর কমিউনিটি সেন্টারে পিকআপ ভ্যান থেকে আগামীকাল বিয়ের অনুষ্ঠানে জবাই করার জন্য একটি গরু নামানো হয়।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে গরুর সাথে থাকা তারেককে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় রাজনগর থানা পুলিশ ও ইউপি সদস্য এনামুর রহমান চৌধুরী তারেককে জিজ্ঞাসাবাদ করে চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে স্থানীয়রা গরু, গাড়ি ও চোরকে থানায় হস্তান্তর করেন।

রাজনগর থানার এসআই মুন্সি আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে আটককৃত গুরু ও চোরকে থানায় নিয়ে আসি। তদন্ত সাপেক্ষে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

Previous Post Next Post