সদপাশা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সাংবাদিক আশফাক তানভীর



নিউজ ডেস্ক: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিঠি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন বিদ্যালয়ের ভূমি দাতা পরিবারের সদস্য ও সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীর।

 সহ সভাপতি পদে সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন বিদ্যোৎসাহী মো: মঈন উদ্দিন চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- ইউ পি সদস্য মোঃ গোলাম হোসেন , অভিভাবক সদস্য সৈয়দ জয়নাল হোসেন শাহীন , মো: শরীফ উদ্দিন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শিউলি বেগম,মহিলা সদস্য ইয়াসমিন ইমরান,মহিলা অভিভাবক সদস্য স্বপ্না বেগম, বিউটি বেগম,শিক্ষক প্রতিনিধি মো: নুরুল ইসলাম ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন। পৃথিমপাশা তরপি সাহেব বাড়ির বাসিন্দা শিক্ষানুরাগী সৈয়দ সামসুদ্দিন হোসেনের দানকৃত ভূমিতে ১৮৯০ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এ প্রাচীন বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি মাসুদ রানা আব্বাছ।

নবগঠিত কমিটির সদস্যরা এ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সহ দৃশ্যমান উন্নয়নের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশ্যা করেছেন আলোচনা সভায়।

Post a Comment

Previous Post Next Post