মৌলভীবাজারে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আশু রঞ্জন দাশ, পশ্চিমবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শিহাব উদ্দিন, দেওয়ানী মসজিদের ইমাম সৈয়দ মুহিত উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। জাতি ধর্ম-বর্ণ র্নিবিশেষে সকল ধর্মের মানুষ এ ভুখন্ডে একসাথে বসবাস করে আসছে। তিনি আরোও বলেন, আমরা মুক্তিযুদ্ধে সম্প্রীতির বন্ধন অটুট রেখে যুদ্ধ করেছিলাম তেমনি আজও সেই বন্ধনঅটুট রেখে একসাথে কাজ করে যাবো।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, পৌরোহিত অন্যান্যরা।

Post a Comment

Previous Post Next Post