কুলাউড়ায় কলেজ শিক্ষকের উপর মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ার লংলা কলেজের সহকারী অধ্যাপক নাজমা বানুর উপর মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজের সামনে তারা এ মানববন্ধন করে। এ সময় শিক্ষার্থীরা মামলা প্রত্যাহারের দাবি জানান।

জানা যায়, ভাড়া বাসায় থাকতেন লংলা কলেজের অধ্যাপক নাজমা বানু। ওই বাসার মালিক রাশেদ কোনো কারণ ছাড়াই খাবার পানির লাইন বন্ধ করে দেয়। বিষয়টি প্রতিবাদ করলে কলেজ শিক্ষক নাজমা বানু ও তার স্বামীকে মারধর করে রক্তাক্ত করে বাসায় আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গভীর রাতে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওই ঘটনায় কলেজ শিক্ষক বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে বখাটে রাশেদকে আটক করে পুলিশ।

পরে রাশেদ জামিনে মুক্ত হয়ে পৃথক দুটি মিথ্যা মামলা দায়ের করে। এতে কলেজ শিক্ষক নাজমা বানুর পরিবারের সবাইকে আসামি করা হয়।

Post a Comment

Previous Post Next Post