জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক তানভীর



স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৈনিক সমকাল পত্রিকার কুলাউড়া প্রতিনিধি, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনিবাচিত সভাপতি সৈয়দ আশফাক তানভীর।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মীর নাহিদ আহসানের কাছে তিনি কুলাউড়া উপজেলা থেকে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য এ মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচনে ৭ উপজেলায় ৩ পদে মোট ৩৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট (নির্বাচকমন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬ জন।

Post a Comment

Previous Post Next Post