কুলাউড়ায় ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে আনন্দ র‍্যালি, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আনন্দ র‍্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি একেএম সফি আহমদ সলমান।

ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন আহমেদ কমরু, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র মল্লিক রবি, সামাজিক সংগঠন কাদিপুর ইউনিয়ন যুব সমাজের বোর্ড চেয়ারম্যান নাহিদ চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি রাসেল আহমদ, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুমেল হাসান রিংকু প্রমুখ।

কেক কাটা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

Post a Comment

Previous Post Next Post