নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
সোমবার রাতে শমশেরনগর-এয়ারপোর্টে সড়কে এ দুর্ঘটনা ঘটার পর সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শমশেরনগর ভাদাইল দেউর গ্রামের মুক্তিযোদ্ধা আলী আকবর ফকির (৭০) নিহত বায়রা মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর বাসায় মৃত্যুর পরবর্তী দোয়ায় অংশ গ্রহণ করে যাওয়ার সময় শমশেরনগর-এয়ারপোর্টে সড়কে দ্রুত গতির একটি মোটরসাইকেল থাকে ধাক্কা দেয়।
এসময় ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টায় তার মৃত্যু হয়।
শমশেরনগর রেলস্টেশন মসজিদের সামনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে মঙ্গলবার দুপুর দুইটায় নামাজে জানাজা শেষে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
কমলগঞ্জ থানার অসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার আইনের আশ্রয় নিলে তাদের আইনি সহযোগিতা করা হবে।