কুলাউড়ায় আ.লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা



নিউজ ডেস্ক: কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামের পরিচালনায় পৌর শহরস্থ চৌমুহনীতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, যুগ্ম-সম্পাদক পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও অধ্যক্ষ আব্দুল কাদির প্রমুখ।

সভায় বক্তারা বিএনপি কর্তৃক দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির তীব্র ক্ষোভ প্রকাশ করে কুলাউড়ায় সাংবাদিক ও রেলওয়ে পুলিশের উপর হামলার নিন্দা জানিয়ে দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানান।

সভার পূর্বে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Post a Comment

Previous Post Next Post