কুলাউড়ায় কিশোরীর লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় দিলরুবা জান্নাত ফাহমিদা (১২) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার পুলিশ উপজেলা টিলাগাঁও ইউনিয়নের কাজিরগাঁওয়ে ওই কিশোরীর এ লাশ উদ্ধার করেছে । সে ওই এলাকার আকমল আলীর কন্যা। 

পুলিশ জানায়, শনিবার সকালে বাড়ির পিছনে একটি গর্তের মধ্যে ফাহমিদাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফাহমিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে মৌলভীবাজার সদর হাসপাতা মর্গে পাঠানো হয়। 

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, লাশের শরীরে সুরতহালে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়ানাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post