নিউজ ডেস্কঃ কুলাউড়া থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ সাগর রিকমন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাগর বরমচাল চা বাগানের দুলন রিকমনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিকনির্দেশনায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে থানার এসআই মো. এনামুল হক ও এএসআই নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাজারের মতিলাল বিশ্বাসের হোটেলের সামনে থেকে সাগরকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আব্দুছ ছালেক সময় কুলাউড়াকে জানান, গ্রেপ্তারকৃত সাগরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে শনিবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।