নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় শিশু শিক্ষার্থীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল মিয়া নামে একজনকে আটক করে পুলিশ। ওই শিক্ষার্থী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণির ছাত্রী। রোববার বিকেলে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় লোকজন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ছাত্রী রোববার বিদ্যালয়ে যাওয়ার সময় বাবুল মিয়া তাকে আটকিয়ে বিদ্যালয়ে যেতে দেরী হচ্ছে কেনো ভয়ভীতি দেখান। আতঙ্কগ্রস্ত ওই শিক্ষার্থীকে বাবুল জোর করে পাশে থাকা প্রতাবী এলাকার একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন। বিষয়টি একটি বাড়ির দুইজন নারী দেখতে পেয়ে লোকজনকে বলেন। স্থানীয় লোকজন সেখানে গিয়ে হাতেনাতে বাবুলকে আটক করে স্থানীয় কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান নোমান আহমদ সিদ্দিকীকে অবগত করে। ইউপি চেয়ারম্যান নোমান আহমদ ঘটনাস্থলে গিয়ে কুলাউড়া থানার ওসিকে খবর দেন। পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে বাবুল মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।