স্টাফ ডেস্কঃ কুলাউড়ায় এই প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার কর্তৃক গৃহীত মডেল ফার্মেসী ও মেডিকেল শপ মেসার্স মাহদিয়া মেডিকেল ষ্টোর ২৪ আগষ্ট বুধবার সকাল ১১ ঘটিকায় কুলাউড়া প্রাণকেন্দ্র অবস্থীত মাহদিয়া মেডিকেল মডেল ফার্মেসীর ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।
মহাপরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয় এর মেজর জেনারেল ইউসুফ এর পক্ষ থেকে ঔষধ তত্বাবধায়ক, ঔষধ প্রশাসন মৌলভীবাজারের সিরাজুম মনিরা।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী সরকারি কলেজর সাবেক অধ্যক্ষ সৌম প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ও কেমিষ্ট এন্ড ড্রাগইস্ট সমিতি কুলাউড়ার সদস্য সেলুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, ব্যবসায়ী কল্যান সমীতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, মাহদিয়া মেডিকেলের সত্তাধীকারীর সহদর ব্যবসায়ী সুফিন আহমেদ, সাবেক ব্যবসায়ী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দক্ষিন বাজারের ব্যবসায়ী নাজমুল বারী সোহেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী সমিতির সহ সভাপতি রফিক মিয়া ফাতু, মাহদিয়া ফার্মেসীর স্বাধীকার সুলতান আহমেদ, উদিচী শিল্পী গোষ্ঠীর কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, সেবা ফামের্সীর স্বত্ত্বাধীকারী দেবদুলাল দেবু, বেঙ্গল ফুডের সত্বাধীকারী কলিম উদ্দিন, ব্যবসায়ী মোশারফ হোসেন শামিম, জুই প্লাজার স্বত্ত্বাধীকারী আব্দুস শহীদ, মজুমদার ফার্মেসীর সত্বাধীকারী অমল কুমার মজুমদার সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টু, ব্যবসায়ী বুরহান উদ্দিন, আতিফ রায়হান মিন্টু,ওয়ার্ড এনামুল আলম, ব্যবসাসী শাহিন আহমদ সহ কুলাউড়া বাজারের অনেক ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্তিত ছিলেন।