জাতীয় লিগে চ্যাম্পিয়ন সিলেট



স্পোর্টস ডেস্কঃ সিলেটের সামনে জয়ের বিকল্প ছিল না। বরিশাল বিভাগের বেলায়ও তাই। পরস্পরের হারও ছিল কামনায়। শেষ পর্যন্ত নিজেদের ম্যাচে জিতল দুই দলই। তবে তাতে লাভ হলো না নিগার সুলতানার বরিশালের। রান রেটে এগিয়ে থেকে যে শিরোপা ঘরে তোলার উল্লাসে মাতল ফাহিমা খাতুনের সিলেট।

টি-টোয়েন্টি সংস্করণে মেয়েদের জাতীয় লিগের শেষ দিন শনিবার ঢাকাকে ২৩ রানে হারায় সিলেট। ১০৪ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে তারা থামিয়ে দেয় ৮১ রানে। বরিশালের প্রয়োজন ছিল বড় জয়ের। কিন্তু দিনের আরেক ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে তারা জেতে ৭ রানে। ১২৫ রানের লক্ষ্যে রংপুর করতে পারে ১১৭।

৭ ম্যাচের ৫টি করে জিতে সিলেট ও বরিশালের পয়েন্ট সমান ১০। কিন্তু সিলেটের রান রেট ০.৬২১ ও বরিশালের ০.৫৯৩। অল্পের জন্য শিরোপা না পাওয়ার হতাশায় পুড়তে হয় নিগারদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটারদের সম্মিলিত চেষ্টায় একশ ছাড়ানো পুঁজি গড়ে সিলেট। টস হেরে ব্যাটিংয়ে নামা দলটির হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন ইশমা তানজিম। রান তাড়ায় ঢাকার হয়ে একাই লড়াই করেন ফারজানা হক। ইনিংস শুরু করতে নেমে তিনি করেন ৫২ রান। শেষ বলে আউট হওয়া ব্যাটারের ৬৩ বলের ইনিংসে ১ ছক্কার সঙ্গে চার ৫টি।

ঢাকার হয়ে দুই অঙ্কে যেতে পারেন আর কেবল সুমি আক্তার (১১)। তাদের পাঁচ ব্যাটারই আউট হন শূন্য রানে। দারুণ বোলিংয়ে ১০ রানে ৩ উইকেট নেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। ব্যাট হাতে করেন তিনি ৯ রান। ম্যাচ সেরার পুরস্কার ওঠে তারই হাতে। 

Post a Comment

Previous Post Next Post