স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ আমির আলী (৩৮) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার নছিরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়, এসআই মো. শাহ আলমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারে এক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় শরীফপুরের মানগাঁও এলাকার মৃত আছদ উল্ল্যাহর ছেলে চোরাকারবারি আমিরকে ১৫ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার করা হয়।
ওসি মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে শনিবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।