নিউজ ডেস্কঃ বড়লেখায় নানা অনিয়মের দায়ে ৩ খোলা পেট্রলের দোকানীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম খন্দকার মুদাচ্ছির বিন আলী এ জরিমানা করেন।
এসময় বিএসটিআই সিলেটের ঊর্ধ্বতন পরীক্ষক সুমন সাহা ও থানার এসআই জিয়াউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
জানা গেছে, বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলার উত্তর শাহবাজপুর বাজারের একটি খোলা পেট্টলের দোকানকে ২০ হাজার টাকা ও দক্ষিণ শাহবাজপুর বাজারের দুইটি খোলা পেট্টলের দোকানকে ২ হাজার টাকা করে ৪ হাজারসহ সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।’