স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় হাজীপুর প্রবাসী পরিষদের তৃতীয় মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে হাজীপুর ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ওয়াদূদ বক্স।
আওয়ামী লীগ নেতা সাহেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য রাজা মিয়া, সমাজসেবক রইছ মিয়া, শ্রমিক লীগ নেতা আহবাব হোসেন রাসেল, কাতার ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক রফিকুল ইসলাম মামুন, হাজীপুর রক্তদান সংগঠন স্পন্দনের সম্পাদক ইমরান আমীর, স্বাধীন বাংলা লেভেল স্টারের সাংগঠনিক সম্পাদক ইমাদ আহমেদ অভি প্রমুখ।
ইউপি চেয়ারম্যান ওয়াদূদ বক্স হাজীপুর প্রবাসী পরিষদের তৃতীয় মেয়াদের আংশিক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সোহেল ও সাধারণ সম্পাদক সিনহাজ আলী লিটনের নাম প্রকাশ করে কমিটির ঘোষণা করেন।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. ছদরুল হোসেন চৌধুরী (মালেক), সহসভাপতি ইলিয়াস আলী, সৈয়দ এনামুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম পাবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমদাদুল হক ইমরান ও সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুহিত।