নিউজ ডেস্কঃ দৈনিক ৩০০ টাকা মজুরী বৃদ্ধির দাবীতে চলমান আন্দোলনের মধ্যে প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর চা শ্রমিক নেতারা।
১৪ আগস্ট রোববার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা তাপস কান্তি দাশের হাতে স্মারকলিপি তুলে দেন তারা।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন বর্তমানে চা শ্রমিকদের নেহায়েৎ বাঁচার জন্য যে সমস্ত নিত্য ব্যবহার্য দ্রব্য খাদ্র, বন্ত্র, চিকিৎসা, সন্তানদের লেখাপড়া ও আনুসাঙ্গিক খরচ ইত্যাদি বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় চায়ের মূল্য কম এই অজুহাতে মালিকরা চা শ্রমিকদের ন্যায্য মজুরী থেকে বঞ্জিত করছেন।
এমতাবস্থায় বিসিএস এর প্রস্তাবিত মাত্র ১৪ টাকা বৃদ্ধি করে মজুরী নির্দারন চা শ্রমিকদের মোটেও গ্রহন যোগ্য নয়। বিদ্যমান দ্রব্যমূলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অবস্থা বিবেচনা করে দাবী মোতাবেক চা শ্রমিকদের দৈনিক মজুরী ৩০০ টাকা নির্ধারনের দাবী করেন।
এসময় উপস্থিত ছিলেন বালিশিরা ভ্যালী সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, সহ সভাপতি সবিতা গোয়ালা, সাধারণ সম্পাদক দেবেন্দ্র বারাইক, সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতী, খেজুরী ছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মহেশ্বর দাস, উপদেষ্টা সুমন কুমার তাঁতী।
দৈনিক মজুরি ৩’শ টাকার দাবীতে পূর্ণ দিবস কর্ম বিরতি অব্যাহত থাকলেও রোববার ও সোমবার এই দুদিন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আন্দোলন স্থগিত রাখা হয়েছে। রোববার চা বাগানে সাপ্তাহিক ছুটি এবং সোমবার জাতীয় শোক দিবস থাকায় এই দুই দিন আন্দোলন স্থগিত রাখা হয়েছে। তাই এই দুই দিন সভা, সমাবেশ , বিক্ষোভ মিছিল হবে না। এই দুদিনের মধ্যে যদি বাগান মালিকদের সাথে মজুরি বৃদ্দি নিয়ে কোন প্রকার সমোঝতা না হয় তাহলে মঙ্গলবার থেকে আবার পূর্ণ দিবস কর্ম বিরতিসহ আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আন্দোলনরত নেতৃবিন্দরা।