দুর্বৃত্তদের হামলায় আহত কমলগঞ্জের সাংবাদিক আব্দুল বাছিদ খাঁন



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিক আব্দুল বাছিদ খাঁনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের উবাহাটা এলাকায় তাঁকে কুপিয়ে আহত করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে উবাহাটা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ে হেলমেট পরা তিন দুর্বৃত্ত সাংবাদিক বাছিদের হাত ও পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে চলে যায়।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা বাছিদকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও সবশেষে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে, হামলার কারণ এখনও জানা যায়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Post a Comment

Previous Post Next Post