কুলাউড়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা



স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার পেট্রোল পাম্প গুলোতে সোমবার দুপুরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চলাকালে কুলাউড়া উপজেলার হাজী মো ফরমুজ আলী ফিলিং স্টেশনে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।



ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় সুত্র জানা যায়, কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় সোমবার (৮আগস্ট) দুপুরে উপজেলার উছলাপাড়ায় ও ব্রাহ্মনবাজারে এই অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, বিভিন্ন জায়গায় ফিলিং ষ্টেশনে প্রতিশ্রুতি অনুযায়ী তেল না দেওয়া, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে তেল কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ফিলিং ষ্টেশনগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী এবং সঠিক পরিমাপে তেল বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post