নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ব্রাহ্মণবাজার ইউনিয়ন জাসদের সভাপতি মুজিবুর রহমান জাকারিয়া (৫৬) মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাজার-ভাটেরা সড়কের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
জানাযায়, ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে তিনি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাৎক্ষণিক মুসলিম এইড হাসপাতালে নেয়া হয় এবং অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটায় তিনি মারা যান।
নিহতের বাড়ী ব্রাহ্মণবাজার ইউনিয়নের নবীনগর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।