নিউজ ডেস্কঃ দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা শ্রমিকরা।
শনিবার (২০ আগস্ট) আন্দোলন চলাকালে কাজে যোগ দেননি এসব চা বাগানের শ্রমিকরা। দাবির সমর্থনে সিলেটের বিভিন্ন বাগানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেন তারা।
এদিকে, আজ শনিবার বিকেলে শ্রীমঙ্গলে শ্রমিক নেতাদের সাথে শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের ফের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বিকেল এবিষয়ে শ্রমিক নেতাদের সাথে বৈঠক করবে প্রশাসন।
শ্রমিক নেতারা জানান, এর আগে গত বুধবার ঢাকায় শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মজুরি বৃদ্ধির বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ।
বৈঠকে দৈনিক ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকার প্রস্তাব দেয় কর্তৃপক্ষ। তবে, এই প্রস্তাবে রাজি না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিক নেতারা।
মজুরি বৃদ্ধির দাবিতে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেন চা শ্রমিকরা। এর আগে দু'ঘণ্টা করে টানা চারদিন কর্মবিরতি পালন করেন তারা।