সিলেট রেলওয়ে স্টেশনে ছুরিকাঘাতে এনজিও কর্মকর্তা খুন



নিউজ ডেস্কঃ সিলেটের রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।

বুধবার রাত ৯ টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে রেলওয়ে স্টেশনের আসার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেনের বাড়ি ভোলা জেলার শ্যামপুরে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকে চাকরি করেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, আনোয়ার হোসেন রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আনোয়ার হোসেন সীমান্তিকের ব্রাম্মণবাড়িয়া অফিসে চাকরি করেন। অফিসের কাজে তিনি সিলেট এসেছিলেন।

নিহতের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, তার খুনিদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post