স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলায় ২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। পরে সংসদ সদস্য কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
১২ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুব্রত কান্তি দত্ত সহ কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগীরা ।
উপজেলার ১২টি ইউনিয়নের দুই হাজার কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে উচ্চ ফলনশীল আউশধানের বীজ, ২০ কেজি করে ডিএফি সার এবং ১০ কেজি করে পটাস সার বিতরণ করা হবে।
ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন একইদিনে সরকারের উন্নয়ন সহায়তা হিসেবে কৃষকদের হাতে ভর্তুকি মূল্যে ৬ টি কম্বাইন হারভেস্টার মেশিন তুলে দেওয়া হয়।
হাওর এলাকায় ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে ৫টি এবং নন-হাওর এলাকায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে একটি মেশিন দেয়া হয়। এরমধ্যে বড় হাওর এলাকার কাগাবলায় একজন, হাইল হাওর এলাকার নাজিরাবাদ এলাকায় একজন, হাইল হাওর এলাকার গিয়াসনগরে দ্ইুজন এবং কাউয়াদীঘি হাওর এলাকার একাটুনা এলাকায় একজন কৃষক ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন পেয়েছেন।
এছাড়া খলিলপুর এলাকায় একজন কৃষক ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন পেয়েছেন। কম্বাইন হারভেস্টার মেশিনের দাম কোম্পানি ভেদে ২৭ লাখ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত মূল্য রয়েছে।