স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশন, ইউকে সভাপতি আবদুল মুনিম এবং আবদুল ওয়াদুদ ওয়েল ফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট এর যৌথ উদ্যোগে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের হাজী আব্দুল বারী হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাওলানা আব্দুল ওয়াহিদ এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়চন্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, অধ্যাক্ষ আতাউর রহমান, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক আতিকুর রহমান আখই, সমাজ সেবক সিরজুল আলম, আবদুল শহিদ প্রমুখ।