নিউজ ডেস্কঃ কুলাউড়ায় মায়ের সাথে অভিমান করে নিখোঁজ হওয়া রিয়াজুল ইসলাম আলিফ (৯) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জামালপুর জেলা শহর থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ মার্চ সকালে কুলাউড়া পৌরসভাধীন বিছরাকান্দি গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে আলিফ নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে মায়ের সাথে অভিমান করে কুলাউড়া রেলস্টেশনে ট্রেনে উঠে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় আব্দুর রহিম কুলাউড়া থানায় একটি নিখোঁজ জিডি করলে পুলিশ ভিকটিম উদ্ধারে তৎপর হয়।
পরে মঙ্গলবার ওসি বিনয় ভূষণ রায় এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এর সহযোগীতায় এসআই (নিরস্ত্র) এনামুল হক অনলাইন ভিত্তিক নীড়ের ঠিকানা নামে ইউটিউব চ্যানেলের সহায়তায় জামালপুর জেলা শহর থেকে নিখোঁজ আলিফকে উদ্ধার করেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, আলিফ তার মায়ের সাথে অভিমান করে মাদরাসায় যাওয়ার সময় ট্রেনে উঠে নিখোঁজ হয়ে যায়। উদ্ধারের পর মঙ্গলবার রাতে আলিফকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আলিফের বাবা তার সন্তানকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।