এম এ আহাদঃ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর এলাকায় বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। সেখানে দায়িত্বরত পাহারাদারকে আঁতাত করে রড চুরি করে বিক্রি করছে একটি চক্র। বুধবার ইফতারের পরপরই আবার রড নিতে আসলে স্থানীয় লোকজন তাদেরকে রডসহ আটক করেন।
পাহারাদার হচ্ছে ফখরুল মিয়া, পিতা হান্নান মিয়া, গ্রাম : পৃথিমপাশা। রড নিতে আসে সজল আহমেদ, পিতা আনছার আলী, গ্রাম চাতলপার, থানা নাসিরনগর, ব্রাহ্মণ বাড়িয়া, বোরহান মিয়া, পিতা জজ মিয়া, গ্রাম চাতলপার, থানা নাসিরনগর, ব্রাহ্মণ বাড়িয়া। বর্তমানে ৩ জন জয়চন্ডী ইউনিয়ন পরিষদে আটক আছে।