এওরোস্পেইস ইঞ্জিনিয়ার হিসেবে প্র‍্যাট এন্ড হুইটনিতে যোগ দিলেন কুলাউড়ার ফারহান



ষ্টাফ রিপোর্টারঃ যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের অন্যতম সেরা এওরোস্পেইস কোম্পানি প্র‍্যাট এন্ড হুইটনিতে এওরোস্পেইস স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করলেন কুলাউড়ার কৃতি সন্তান মাহমুদ ফারহান। বিশ্বের ২৫% বাণিজ্যিক বিমানের ইঞ্জিন প্র‍্যাট এন্ড হুইটনি সরবরাহ করে থাকে এই প্রতিস্টানটি। এর আগে তিনি  প্রায় দুই বছর বিশ্বের সেরা সাবমেরিন কোম্পানি, জেনারেল ডাইনামিকস ইলেক্ট্রিক বোট- এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

ফারহানের পৈতৃক নিবাস কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামে। তার শৈশবের দুরন্ত সময় কেটেছে শমশেরনগরের এয়ারপোর্ট রোডে। তার নানা’র বাড়ি  কুলাউড়া’র উছলাপাড়ায়।

ফারহান  ২০১১ সালে সিলেটের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে পরিবারের সাথে নিউইয়র্কে পাড়ি জমান। নিউইয়র্কের ব্রায়ান্ট হাই স্কুল থেকে দ্বাদশ শ্রেণি শেষ করার পর সিটি কলেজ অফ নিউইয়র্ক  থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ও পদার্থ বিজ্ঞান নিয়ে  কৃতিত্বের সাথে স্নাতক ডিগ্রী লাভ করেন।

মাহমুদ ফারহানকে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করলে তিনি এ প্রতিবেদককে জানান, এই বছরের ফল সেমিস্টার থেকে এওরোস্পেইস ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার্স শুরু করার ইচ্ছা আছে তার। তাছাড়া ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের জন্য ফারহানের উপদেশ হলো, গণিত ও পদার্থ বিজ্ঞানকে ভয় না পেয়ে বিষয়গুলোকে উপভোগ করে পড়া।

Post a Comment

Previous Post Next Post