সিলেট অঞ্চলে আকস্মিক বন্যার আশংকা



স্টাফ রিপোর্টার: ভারতের মেঘালয় অঞ্চলে অতিবৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ী ঢলের কারণে বাংলাদেশের সিলেট অঞ্চলে আকস্মিক বন্যার আশংকা থাকায় মৌলভীবাজার জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল শনিবার সভা সার্কিট হাউজের মুন হলে এ আয়োজনে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার পিএএ।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমানসহ জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

সভার পূর্বে দিনব্যাপী সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এর নেতৃত্বে সংশ্লিষ্টরা মৌলভীবাজারের হাওর অঞ্চলে ও নদী সংলগ্ন প্রতিরক্ষামূলক স্থাপনাসমূহ পরিদর্শন করেন।

Post a Comment

Previous Post Next Post