স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
১৭ এপ্রিল রোববার প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, মৌলভীবাজার প্রেসকøাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিষ্ট এসোসিয়েশন (ইমজার) সভাপতি এডভোকেট রাধা পদ দেব সজল, সাধারণ সম্পাদক বকশি মিছবাউর রহমান সহ প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাধারণ সদস্যগন উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব আয়ুব আলী খান।