লোকমান আহমদ রিপনের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার সামাজিক সংগঠন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা'র সভাপতি লোকমান আহমদ রিপন এর প্রবাস গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৮ এপ্রিল রাত ১০ঘটিকায় রবিরবাজার বেঙ্গল মিনি চাইনিজে সংগঠনের সহ-সভাপতি সাঈদ হাসান রায়েলের সভাপতিত্বে ও সংগঠক সৈয়দ আশফাক তানভীর এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান হাসনাইন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: আকদ্দছ আলী, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক মাসুদ রানা আব্বাছ, ইউপি সদস্য চেরাগ আলী গোলাপ। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন ময়নুল ইসলাম পংকি, সামছুল আজাদ সামছুউদ্দিন, মোহাম্মদ সোহেল। 

এ সময় উপস্থিত ছিলেন মেহেদি হাসান খলিক, ইকবাল হোসেন মতিন, সোয়েব উদ্দিন জিল্লু, শিপন খান, শেখ মো. আলাউদ্দিন, তুহিন চৌধুরী, সাজেল খান, সিরাজুল ইসলাম স্বপন, মাসুদ রানা পারভেজ, রেজা হোসেন, রোমেল আহমদ, হাসান আল মাহমুদ রাজু, সায়মন জুবায়ের চৌধুরী, আলী আশরাফ তারা, আব্দুল আহাদ প্রমুখ।

উল্লেখ্য, ক্রীড়া ভ্রাতৃত্ব সমাজ সেবা এবং ধ্বংস নয় সৃষ্টি সুখের উল্লাসে আমরা তৎপর এই শ্লোগান লালন করে ২০০৬ সাল থেকে দক্ষিণ লংলা রাইজিং স্টার ক্লাবের কার্যক্রম শুরু হয়। এই সময়ে কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ৬টি ইউনিয়নে তরুণ উদীয়মান সংগঠকদের নেতৃত্বে এই সামাজিক সংগঠনটির মাধ্যমে দরিদ্রদের মধ্যে জীবিকা নির্বাহের জন্য রিকশা, গাভী, ছাগল, খাদ্য সামগ্রী, শিক্ষাবৃত্তি বিতরণ ও কৃতি শিক্ষার্থী- গুণীজন সংবর্ধনাসহ ক্রিড়া এবং সংস্কৃতিক কার্যক্রম বিকাশে সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে।

সভায় বক্তারা সংবর্ধিত অতিথি ক্লাব সভাপতি লোকমান আহমদ রিপনের প্রবাস জীবনের কল্যাণ ও দীর্ঘ জীবন কামনা করে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। সংগঠনের কার্যক্রমকে আগামিতে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যাক্ত করেন অতিথিরা।

Post a Comment

Previous Post Next Post