বড়লেখায় ৭ বীর মুক্তিযোদ্ধাসহ ১৪ জনকে সম্মাননা



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় সাত বীর মুক্তিযোদ্ধাসহ ১৪ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। বড়লেখা নজরুল একাডেমি আয়োজিত চতুর্থ বইমেলায় তাদের এ সম্মান জানানো হয়। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় পৌরশহরেরর বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয় বইমেলা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন- সিরাজুল ইসলাম (মরণোত্তর), আসম আব্দুল মন্নান (মরণোত্তর), শফিউর রহমান শফিকুর (মরণোত্তর) ও জহির উদ্দিন (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিন, আব্দুল হান্নান এবং ফনি চন্দ্র শীল।

এছাড়া বৃক্ষরোপণের জন্য বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নজরুল একাডেমি পরিবারের সদস্য ছালেহ্ আহমদ জুয়েল, একাডেমির কার্যক্রমে সহযোগিতার অবদান স্বরূপ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ডা. প্রণয় কুমার দে, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, জেলা পরিষদ সদস্য জোবেদা ইকবালকে সম্মাননা জানানো হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক কবির য়াহমদ, বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

এরআগে সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু।

উদ্বোধনী পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি ও বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন নন্দী। প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বড়লেখা উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সধারণ সম্পাদক তাইসির মাহমুদ, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক গোপাল দত্ত, পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপন, বড়লেখা উপজেলা স্কাউট সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংবাদিক লিটন শরিফ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমির উপদেষ্টা ও বইমেলার সমন্বয়ক জুনেদ রায়হান রিপন।

বইমেলায় গান, নৃত্য, আবৃত্তি, ছবি আঁকা, স্থানীয় লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

Post a Comment

Previous Post Next Post