রমজানকে স্বাগত জানিয়ে বড়লেখায় তালামীযের মিছিল


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় উপজেলায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও পথসভা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) বিকেলে বড়লেখা পৌর শহরের স্টেশন রোড এলাকা থেকে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে ইসলামিয়া বিল্ডিংয়ের সামনে পথসভায় মিলিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি রুবেল আহমদ।

সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমদ প্রমুখ।

বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা, কোরআন শিক্ষার স্বার্থে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Post a Comment

Previous Post Next Post