নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ নজিবিয়া খাতুনিয়া হাফিজিয়া মাদ্রাসায় হযরত ইমাম পীরজাদা হাজী সৈয়দ নজিব আং (রহঃ) ও হযরত তপষী হাজী সঈদা খাতুন বিবি (রহঃ) এর ঈসালে সওয়াব উপলক্ষে লংলা সৈয়দ নজিবিয়া খাতুনিয়া ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে দালাইলুল খাইরাত, মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১0 এপ্রিল ৮ রমজান রোববার উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সোহাগ। রবির বাজার আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর জব্বার, সৈয়দ করম আলী লংলী, কুলাউড়া উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, রাউৎগাঁও ইউনিয়নের ইউ পি সদস্য আব্দুল আজিজ চৌধুরী রায়েল, ইউপি সদস্য মারুফ আহমদ নাজি , কাজী মখলিছুর রহমান, কাজী ফখরুল ইসলাম, কাজী সৈয়দ লিয়াকত আলী, মাওলানা খয়রুল ইসলাম খান কামাল, মাওলানা ছালে আহমদ, এম এ মনাফ। কারী মাওলানা আব্দুস সালাম আসিফ আহমদ, হাফিজ মাওলানা আবুল হোসাইন, আজির উদ্দীন খান, সালামত খাঁন, মাওলানা আজিজুর রহমান, মোঃ আকরম সুহেল আহমদসহ মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রী ও উক্ত ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।