কুলাউড়ার চাতলাপুর সীমান্ত থেকে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ



নিউজ ডেস্কঃ ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহর থেকে অবৈধভাবে আসা এক ভারতীয় নাগরিককে সন্ধ্যার পর আবার ভারতে পার করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএএসএফ এক বাংলাদেশী তরুণকে ধরে নিয়ে গেছে।

বিএসএফের হাতে ধরা পড়া তরুণ মো. ফয়জুর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আলকাছ মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা রাত ৭টায় লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকার নাথ বাড়ি সংলগ্ন ভারতীয় সীমান্তে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের ফয়জুরের এক ভারতীয় আত্মীয় অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। গত বৃহস্পতিবার ইফতারের পর তাকে আবার ফয়জুর সীমান্তের কাটা তারের বেড়া অতিক্রম করাচ্ছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএএসফ সদস্যরা ভারতীয় নাগরিকের সাথে বাংলাদেশী নাগরিক ফয়জুরকেও ধরে নিয়ে যায়।

শ্রীমঙ্গলস্থ ৪৬ নং বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার ল্যা. কর্ণেল মিজানুর রহমান সিকদার জানান, অবৈধভাবে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করায় তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে।

Post a Comment

Previous Post Next Post