কুলাউড়ায় যাত্রীকে পিটিয়ে আহত করলেন সিএনজি চালকরা



স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় স্ট্যান্ডের গাড়িতে না চড়ায় যাত্রীকে পিটিয়ে আহত করেছেন সিএনজি অটোরিকশা চালকরা।

৪ এপ্রিল সোমবার রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের কটারকোনা মনু সেতুর উপর এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার রাতে কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামের রাজমিস্ত্রী শাহিন আলী কাজের উদ্দেশ্যে কমলগঞ্জ উপজেলার ফরিশতলায় যাত্রা করেন। এ সময় তিনি রবিরবাজারের মুরইছড়া সিএনজি স্ট্যান্ড থেকে একটি গাড়ি রিজার্ভ করে নিয়ে যান। এতে ক্ষিপ্ত হন সিএনজি স্ট্যান্ডের চালক জুবেল মিয়া, মোঃ আলী ও আবুল কাশেম। তারা শাহিন মিয়াকে ধাওয়া করে কটারকোনা মনু সেতুর উপর আটক করে অতর্কিত হামলা চালিয়ে তার কাছ থেকে নগদ টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। হামলায় রাজমিস্ত্রী শাহিন মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় রাজমিস্ত্রী শাহিন মিয়ার ভাই মোশাহিদ আলী বাদী হয়ে কুলাউড়া থানায় জুবেল মিয়া, মো. আলী ও আবুল কাশেমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এএসআই আবু আহমেদ সুজন জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post