নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী, বিশিষ্ট কমিউনিটি নেতা লোকমান হোসেন আনুকে কুলাউড়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৪ এপ্রিল সোমবার রাতে বশির প্লাজাস্থ সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকা কার্যালয়ে আয়োজিত প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানের সভাপতিত্বে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী, বিশিষ্ট কমিউনিটি নেতা লোকমান হোসেন আনু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুর রহমান আতিক, শরিফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান হোসেন, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জহির, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবাহক আরাফাত হোসেন ফরহাদ।
উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা তানিম ইকবাল চৌধুরী, উপজেলা তরুণলীগের সভাপতি রায়হান আহমেদ, পৌর শাখার যুগ্ম আহবাহক আল শাহরিয়ার শাহী, জয়চন্ডী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমদ সহ অর্ধশতাধিক নেতৃবৃন্দ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীরা আমাদের দেশকে সমৃদ্ধ করেছেন, অর্থনৈতিক চালিকা শক্তিকে গতিশীল করেছেন। তাদের অবদান এ দেশ কখনো ভূলতে পারবেনা। আমাদের সকলের উচিত প্রবাসীদের যথাযথ সম্মান জানানো। প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের সামাজিক দায়িত্ব।