জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত মৌলভীবাজারে



নিউজ ডেস্কঃ “সবাই মিলে খেলা করি,মাদকমুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ৬ এপ্রিল বুধবার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীটি মৌলভীবাজার জেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুলহক, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাজহারুল মজিদসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী এবং প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

র‌্যালী পরবর্তীতে কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশে জেলা ক্রীড়া কর্মকর্তা মাজহারুল মজিদবলেন,আজকের শিশুরা আগামী দিনের দেশ গড়ার কারিগর। সুন্দর ও উন্নত দেশ গঠনের জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। খেলাধুলার মাধ্যমে আমরা যেমন শারিরীক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারি ঠিক তেমনি নিজেকে মাদক থেকে দূরে রাখতে পারি। অতএব তুমরা পড়াশুনার পাশাপাশি খেলাধুলায়ও মনোনিবেশ করবে। যেহেতু মাদকমুক্ত সমাজই আমাদের জন্য কাম্য। তাই আসুন,মাদকমুক্ত সুন্দর ও শান্তিময় সমাজ গড়ি।

Post a Comment

Previous Post Next Post