নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় চোর সন্দেহে এক যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া সুমন আহমদ মুন্না (২৮) সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিন বিকেলে একটি প্রাইভেট কারে করে মুন্না উপজেলা পরিষদ এলাকায় আসেন। সেখানে এসে তিনি বাসাবাড়ির বিভিন্ন গল্লির ভিতরে হাঁটাহাঁটি করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আসার পর তার চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হলে তাকে এলাকার মানুষ ঘেরাও করে তার পরিচয় জানতে চান। পরে তিনি সঠিক পরিচয় দিতে না পারায় স্থানীয়রা তাকে চোর সন্দেহে আটকে রেখে পুলিশের কাছে তুলে দেয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই কামরুল হাসান বলেন, স্থানীয়রা মুন্নাকে আটক করে পুলিশকে খবর দিলে তাকে গিয়ে আটক করি। পরে শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে সোপর্দ করা হয়।