স্টাফ রিপোর্টারঃ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল সোমবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী আব্দুর রাকিবের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুল রহমান, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, জুড়ী উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই।
এ সময় কুলাউড়া পিডিবি’র নির্বাহী প্রকৌশলী উসমান গণি, কুলাউড়া উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা, পিআইও মো. শিমুল আলী, দেশ রূপান্তর প্রতিনিধি এস আর অনি চৌধুরী, সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য বিভাগীয় প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।