মৌলভীবাজারসহ ৮টি শিল্পকলা ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী



স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজারসহ ৮টি জেলায় নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন।

বুধবার ১৩ এপ্রিল দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহাসহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, জেলা প্রশাসকের কর্মকর্তাগণ, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা।

২২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির অত্যাধুনিক ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৌলভীবাজার নবনির্মিত চারতলা এ ভবনে রয়েছে শিল্পকলা একাডেমির কার্যালয়, সমৃদ্ধ লাইব্রেরি রুম, প্রশিক্ষণ হল, লাইব্রেরি কাম সেমিনার হল, ডরমেটরি। এছাড়াও অত্যাধুনিক এ ভবনে রয়েছে লাইট-সাউন্ডের সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রিত মঞ্চ ব্যবস্থাপনাসম্পন্ন ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম।

Post a Comment

Previous Post Next Post