কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নিয়মিত মাসিক সভা ও সমিতির নৈশ প্রহরীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ এপ্রিল শুক্রবার রাতে সমিতির কার্য্যালয়ে সংগঠনের সভাপতি বদরুজ্জামান সজল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান আফজল, ওয়ার্ড সম্পাদক আব্দুল মুতলিব,মোঃ গৌছ মিয়া ও ওয়ার্ড সদস্য মারুফ আহমদ জালাল প্রমুখ।
সভায় ১০ জন নৈশ প্রহরী ও তাদের সুপার ভাইজার উপস্থিত ছিলেন। আসন্ন রমজান মাসে বাজারের নিরাপত্তা জোরদার ও নৈশ প্রহরীদের দায়িত্ব পালনের সময় সীমায় বিশেষ পরিবর্তন আনা হয়।
এছাড়া আইনশৃংকলা রক্ষায় আরও কঠোর প্রদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করা হয়। সভায় সমিতির পক্ষ থেকে সম্মানিত ব্যবসায়ী সহ সর্বস্তরের মুসলিম জনসাধারণকে পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা জানানো হয়।