স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা প্রশাসন রমজান মাসে সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিক্রিতে সহায়তা করতে মাঠ পর্যায়ে তদারকি কার্যক্রম শুরু করেছে।
৩১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার সরকারি খাদ্য গুদাম এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় টিসিবির পণ্য সঠিক ওজনে প্যাকেট জাত এবং বিলি-বন্টন করার বিষয়টিও নজরদারি করা হয়।
জানা যায়, গুদাম থেকে ডিলারের মাধ্যমে জেলার সাতটি উপজেলায় টিসিবির পণ্য প্যাকেট জাতের পর বিতরণের জন্য নিয়ে যাওয়া হয়। জেলা প্রশাসনের এ টিমটি পরে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত হয়ে সুবিধাভোগি কার্ডধারির মধ্যে টিসিবির পণ্য বিক্রির খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ জাহিদ আক্তার, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমানসহ অন্যন্যরা। জেলায় ৭২ হাজার ৪২৬ জন কার্ডধারির মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।