স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক যুক্তরাষ্ট্র প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মুকিত চৌধুরীর অর্থায়নে এ বৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রবীণ শিক্ষাবিদ মো. খুরশীদ উল্যা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আলোকিত মানুষ গঠনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার মাধ্যমে একটি শিক্ষিত জাতি গঠন করা যায়। তাই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়। তিনি একটি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের আলোকিত করার স্বার্থে এ ধরনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদ্যালয়ের শিক্ষক মো. জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার যুগ্ম-পরিচালক মো. আব্দুল কাইয়ুম, চা-বাগান স্টাফ অ্যাসোসিয়শনের সভাপতি মিছবাহ উদ্দিন চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাকির হোসেন।
আরও বক্তব্য রাখেন কমিটির সদস্য আব্দুল মুক্তাদির চৌধুরী, মুমিন চৌধুরী, সাবেক সদস্য শফাত উদ্দিন, সমাজসেবক শাহাদৎ চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক প্রণয় কুমার পাল ও মো. সোহাগ মিয়া, সাবেক শিক্ষক প্রফুল্ল চন্দ্র রৌদ্র পাল, সাংবাদিক একেএম জাবের প্রমুখ।
সভায় বক্তারা, উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি কবির চৌধুরী, প্রবাসী মুকিত চৌধুরীসহ শ্রীপুর এলাকাবাসীর প্রচেষ্টায় ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ‘শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়’ ধারাবাহিকভাবে শিক্ষার সুনাম অর্জনে সাফল্যজনক ভূমিকার প্রশংসা করে আগামীতে উক্ত প্রতিষ্ঠান কলেজে রূপান্তরিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কৃতি ২৫ শিক্ষার্থীর মধ্যে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মুকিত চৌধুরীর অর্থায়নে বৃত্তি বিতরণ করেন।