কুলাউড়া থানা পরিদর্শনে সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি



স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জ এর অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপস্) বিপ্লব বিজয় তালুকদার।

বুধবার ৩০ মার্চ সকাল ১১ টায় অতিরিক্ত ডিআইজি কুলাউড়া থানায় পৌঁছালে তাঁকে জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের নেতৃত্বে ফুল দিয়ে অভ্যর্থনা জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় ও ইন্সপেক্টর তদন্ত আমিনুল ইসলাম।

অভ্যর্থনা শেষে অতিরিক্ত ডিআইজি কুলাউড়া থানার অস্ত্রাগার, মালখানা, ব্যারাক, হাজতখানা ও থানায় রক্ষিত রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Post a Comment

Previous Post Next Post