সপরিবারে করোনা থেকে মুক্ত হলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক



নিউজ ডেস্কঃ দায়িত্ব পালন করতে গিয়ে সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি ও তার পরিবারে বর্তমানে সুস্থ হয়ে ওঠেছেন। রোববার (১আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩১ জুলাই সপরিবারের আবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ওই প্রতিবেদনে করোনা রিপোর্ট নেগেটিভ আসলে তাদেরকে চিকিৎসক সম্পূর্ণ সুস্থ ঘোষণা করেন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান গত ৫ জুলাই সপরিবারে করোনা আক্রান্ত হলে হোম আইসোলেশন থেকে চিকিৎসা নেন।

তিনি গত বছরের ৫জুলাই মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মীর নাহিদ আহসান। করোনা নিয়ন্ত্রণে তিনি সার্বক্ষণিক মাঠে ছিলেন। এছাড়া গত ১০ জুন তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ ডিসি হিসেবে শুদ্ধাচার পুরস্কার পান।

Post a Comment

Previous Post Next Post