এমপি সুলতান মনসুরের আমলে কুলাউড়ার শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের তালিকা


নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি, কুলাউড়া সংসদীয় আসনের সংসদ সদস্য সুলতান মুহাম্মদ মনসুরের আমলে কুলাউড়ার শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের তালিকা। "কথায় নয় কাজে বিশ্বাসী" এই মতবাদে বিগত আড়াই বছরে সুলতান মুহাম্মদ মনসুর আহমদ এর সময়কালে কুলাউড়া শিক্ষা ক্ষেত্রে নজিরবিহীন উন্নয়ন হয়েছে।  

নিম্নে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন কাজের তালিকা ধারাবাহিক ভাবে তুলে ধরা হলঃ

যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন হয়েছেঃ 

  • এম এ গণি আদর্শ কলেজ
  • ভাটেরা স্কুল এন্ড কলেজ
  • ছকাপন স্কুল এন্ড কলেজ
  • নবিনচন্দ্র উচ্চ বিদ্যালয়
  • শ্রীপুর উচ্চ বিদ্যালয়
  • তারাপাশা চা বাগান উচ্চ বিদ্যালয়
  • গজভাগ উচ্চ বিদ্যালয়
  • অগ্রনী উচ্চ বিদ্যালয়
  • শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়
  • শাহ জালাল উচ্চ বিদ্যালয়

যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভবনের কাজ চলছেঃ 

  • কানিহাটি উচ্চ বিদ্যালয়
  • ভুকশিমইল উচ্চ বিদ্যালয়
  • উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়
  • মাষ্টার সরাফত উচ্চ বিদ্যালয়
  • টিলাগাও খানম উচ্চ বিদ্যালয়
  • আলি আমজদ উচ্চ বিদ্যালয়
  • ছকাপন উচ্চ বিদ্যালয়
  • ইউছুব তয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়
  • নবিগন্জ আদর্শ উচ্চ বিদ্যালয়
  • রাউৎগাও উচ্চ বিদ্যালয়
  • রাজনগর উচ্চ বিদ্যালয়
  • তেলিবিল উচ্চ বিদ্যালয়
  • জালালাবাদ উচ্চ বিদ্যালয়
  • সিংগুর উচ্চ বিদ্যালয়
  • নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয়
  • শ্রিপুর জালালিয়া ফাজিল মাদ্রসা
  • বরমচাল হযরত খন্দকার ফাজিল মাদ্রসা
  • গিয়াসনগর দাখিল মাদ্রাসা
  • ভাটেরা দারুল উলুম ছয়ফুল তাহমিনা মাদ্রাসা
  • ভুকশিমইল দারুল উলুম আলিম

মাদ্রসা

  • কাদিপুর হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসা
  • গনকিয়া দাখিল মাদ্রাসা
  •  শ্রিপুর জলালিয়া মাদ্রাসা
  • বাবনিয়া হাসিমপুর নিজামিয়া মাদ্রাসা

আগামিতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হবে যা ইতিমধ্যে সিদ্ব্যান্ত হয়ে আছেঃ

  • বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়
  • কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়
  • মনহরপুর উচ্চ বিদ্যালয়
  • কর্মধা উচ্চ বিদ্যালয়
  • সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়
  • লংলা জুনিয়র উচ্চ বিদ্যালয়
  • হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়
  • দিলদার পুর উচ্চ বিদ্যালয়

কুলাউড়াতে এই প্রথম বারের মত এক সাথে ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান এম পি ও ভুক্ত হয়েছে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এম পি ও ভুক্ত হয়েছেঃ

  • ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
  • মনসুর মহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা
  • দারুনছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা
  • ভুকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা
  • বরমচাল হযরত খন্দকার রহঃ দাখিল মাদ্রাসা
  • ভাটেরা দারুছুন্নাহ দাখিল মাদ্রাসা
  • শাহজালাল উচ্চ বিদ্যালয়
  • সিঙ্গুর উচ্চ বিদ্যালয়
  • ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়
  • মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়
  • লংলা উচ্চ বিদ্যালয়
  • সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়
  • পাল্লাকান্দি লংলা উচ্চ বিদ্যালয়
  • লক্ষীপুর মিশন উচ্চ বিদ্যালয়

Post a Comment

Previous Post Next Post